× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটা আন্দোলন

সিলেটে গুলিবিদ্ধ কালবেলার সাংবাদিক

০২ আগস্ট ২০২৪, ২০:০৭ পিএম

কালবেলার সিলেট ব্যুরো মিঠু দাস জয়। ছবি ঃ সংগৃহীত

চলমান কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহ করার সময় দৈনিক কালবেলার সিলেট ব্যুরো মিঠু দাস জয় গুলিবিদ্ধ হয়েছেন। এই সংঘর্ষে সাংবাদিক, পুলিশ ও আন্দোলনকারী সহ আহত  শতাধিক। 

শুক্রবার (২ আগস্ট) সিলেটের সুরমা এলাকায় বিকাল ৩টার সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষে মিঠু দাস জয় তিনটি ছররা গুলিবিদ্ধ হন, এরপর তাকে উদ্ধার কওরে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনা বিশ্লেষণে দেখা যায়, বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের মিছিলটি সুরমা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে আবার সুরমার দিকে ফেরত আসার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর পর বেশ কয়েক দফা চলে সংঘর্ষ।

আন্দোলনকারীদের কিছু অংশ সুরমা এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে অবস্থান নিলে পুলিশ সেখানে হামলা চালায়। 

এ ব্যাপারে আন্দোলনকারী এক শিক্ষার্থী ফয়সাল হোসেন গণমাধ্যমকর্মীদের তাদের ওপর হামলার বর্ণনা দিয়ে বলেন, পুলিশ পেছন থেকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে বেশকিছু নারী শিক্ষার্থীসহ প্রায় শতাধিক লোক আহত হয়। ৮জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

 সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ গণমাধ্যমকর্মীদের বলেন, রাস্তা ব্লক করে আন্দোলনের সময় শিক্ষার্থীরা হামলা করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তা ছাড়া আমরা ৮জন দুষ্কৃতিকারীকে আটক করেছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.