ঢাকার বিভিন্ন জায়গা থেকে শহীদ মিনারে পৌঁছে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। স্লোগানে মুখরিত শহীদ মিনার এলাকা। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী শনিবার বিকাল ৩টায় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ হবে। এর প্রায় দেড়-দুই ঘন্টা আগে থেকেই বেলা একটার পরপরই আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হন এবং চলছে স্লোগান ও মিছিল।
আন্দোলনে অংশ নিতে শহীদ মিনারে শিক্ষার্থী ছাড়াও নানা পেশাজীবির মানুষ জড়ো হন। অবস্থান নিয়ে আন্দোলনকারীরা এসময় , ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন নেমে পড়ুন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’- এ রকম নানা স্লোগান দেন। এসময় নানা ধরনের প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়।
আন্দোলনে যোগ দেওয়া এক কলেজ শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নিলেও সরকার কয়েক দিন পর আবার দমন নিপীড়ন শুরু করবে। তাদের একটার পর একটা ভুল সিদ্ধান্তের কারণে এতোগুলো মানুষের প্রাণ গেল। তাই প্রধানমন্ত্রী নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন।’
আন্দোলনে যোগ দেওয়া এক কলেজ শিক্ষক বলেন, "শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নিলেও সরকার কয়েক দিন পর আবার দমন নিপীড়ন শুরু করবে। তাদের একটার পর একটা ভুল সিদ্ধান্তের কারণে এতোগুলো মানুষের প্রাণ গেল। তাই প্রধানমন্ত্রী নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন।"