× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেজবুক লাইভে মা

পারিবারিক চাপে ছাত্রদের পাশে নেই ফারাজ

০৩ আগস্ট ২০২৪, ১৯:০৭ পিএম

ছবিঃ ইন্টারনেট

মানবিক কাজে স্যোস্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো, নানা অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বেশ প্রসংসাও পেয়েছিলেন তিনি।

কিন্তু সম্প্রতি দেশে চলমান কোটা আন্দোলন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কোন কথা না বলায় ক্ষুব্ধ নেটিজেনরা বিশেষ করে তরুণরা। যে কারনে সাধারণ মানুষের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

অবশেষে ফারাজের হয়ে মুখ খুলেছেন তার মা রিজওয়ানা ইউসুফ। ছেলের হয়ে ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন স্যোস্যাল মিডিয়ায়।

ভিডিওর শুরুতেই সবাইকে সালাম দিয়ে ফারাজ করিমের মা বলেন, আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আমার ছেলেকে আপনারা সবাই চেনেন, যাকে আপনারা ‘মানবতার ফেরিওয়ালা’ বলেন। আজকে জাতির এ সংকটজনক মুহুর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সে যে ত্যাগ স্বীকারটা করছে, সেটা কোনো দালালির জন্য না, কোনো দলের জন্যও না। সে পারিবারিক চাপের মধ্যে আছে দেখে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি।

রিজওয়ানা ইউসফু আরও বলেন, ‘ফারাজ মনপ্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে, যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে যেন ছাড়ানো যায়। কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারিনি, কারণ মা হিসেবে আমি বারবার ছেলের দিকে তাকিয়েছি, সে পাঁচ-ছয় রাত ঘুমায়নি। ওর চেহারার দিকে তাকাতে পারতাম না। আমি আজকে আর চুপ থাকতে পারলাম না, আমার আর ভয় লাগছে না। আমার ছেলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো স্বশরীরে নেই, তবে মনপ্রাণ দিয়ে সে আপনাদের পাশে আছে।’

রাজপথে যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে ছেলেকে পাঠাতে পারেননি বলে ‘লজ্জিত’ লাগছে মন্তব্য করে ফারাজ করিমের মা বলেন, ‘মা হিসেবে আমি লজ্জিত। আপনাদের সন্তানদের সঙ্গে আমার ছেলেকে পাঠাতে পারিনি। একজন অপরাধী মা হিসেবে আজকে আমার সন্তানের সঙ্গে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনাদের কাছে আমি মাফ চাচ্ছি। জানিনা, ওপরওয়ালা আমাকে মাফ করবেন কি না।’

সবশেষ ফারাজ বলেন, ‘আমি যদি জীবনে আবারও সুযোগ পাই, আপনাদের যাদের ভালোবাসা হারিয়ে ফেলেছি তাদের সম্মান ফিরিয়ে আনার চেষ্টা করব।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.