রোববার (০৪ আগস্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর বাসায় অসহযোগ আন্দোলনকারীদের একদল আগুন ধরিয়ে দেয়। ওই দিনই রাত ১১ টার দিকে পুড়ে যাওয়া বাসা থেকে দুজনের সম্পূর্ণ ভস্মীভূত কঙ্কাল উদ্ধার হয়েছে।
এদের মধ্যে একজনের কঙ্কাল, শহরের জানপুর এলাকার ছাত্রলীগ কর্মী শাহিনের বলে নিশ্চিত হওয়া গেছে। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এখন পর্যন্ত এই নিয়ে সিরাজগঞ্জে নিহতের সংখ্যা ২৭ জন। সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীএ তথ্য নিশ্চিত করেন।
রোববার (০৪ আগস্ট) দুপুরে আন্দোলনকারীরা সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীর বাসায় হামলা চালায়। তখন বাসায় অবস্থান করা নেতাকর্মীরা বেরিয়ে নিরাপদ স্থানে চলে গেলেও ছাত্রলীগ কর্মী শাহীন আহত হয়ে বাসার ভেতরে ঢুকে পড়েন। তার কিছু সময় পরে আন্দোলনকারীরা বাসায় আগুন ধরিয়ে দেয়। সারাদিন দলের নেতাকর্মীরা নিরাপদ স্থানে অবস্থান করার পর রাতে বাসায় গেলে এই দুইজনের কঙ্কাল উদ্ধার হয়।