× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে উপজেলা আ.লীগের সম্পাদকসহ নিহত ৫

০৫ আগস্ট ২০২৪, ২১:১৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ঝিনাইদহে বিক্ষুব্ধ জনতার হামলায় সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) বিকেলে শহরের স্টেডিয়াম পাড়ায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের বাড়ি ঘেরাও করতে যায়। এ সময় তাদের ওপর নির্বিচারে গুলি করা হয়। এতে ৬ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হন। পরে ওই বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে আওয়ামী লীগ নেতার গাড়িচালক আক্তার হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। নিহত আক্তারের বাড়ি সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের মধুপুর গ্রামে। এ ছাড়া আগুনে শহিদুল ইসলাম হিরনসহ আরও ৪ জন নিহত হন। বিক্ষুব্ধ জনতা হিরনের লাশ ভ্যানে করে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে নিয়ে যায়। অন্যদের লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগ নেতা হিরনের ছোড়া গুলিতে আরাপপুরের ইমরান হোসেন, আইয়ুব হোসেন, চাপড়ি গ্রামের রাকিবুল হোসেন, রায়হান উদ্দীন, বেলেডাঙ্গা গ্রামের সিরাজুল, উদয়পুরের বাদশা, আদর্শপাড়ার নাফিজুল, আরাপপুরের ইয়াসিন, আলিফ, আদর্শপাড়ার তরি, গোয়ালপাড়ার তারিক ও পোড়াহাটী গ্রামের মাহিমসহ অন্তত ২৫ জন আহত হন। এদের মধ্যে ১৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বাকি ১১ জন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান হতাহতের খবর নিশ্চিত করেছেন।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.