× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে সম্মত হয়েছেন ড. ইউনূস

০৬ আগস্ট ২০২৪, ১৩:০৭ পিএম

ড.ইউনূস ছবিঃ সংগৃহীত

গতকাল বঙ্গভবনে সেনাপ্রধান, রাষ্ট্রপতি, ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দল দেশের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা গঠনে বৈঠকে বসেন। এরপর ছাত্র আন্দোলনকারীদের   সমন্বয়করা সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ড. ইউনূসকে অনুরোধ করেন।  মঙ্গলবার (৬ আগস্ট) সকালে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

জানা গেছে, ড. ইউনূস  বলেছেন, "শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলে আমি প্রথমে রাজি হতে চাইনি। আমি তাদের বলেছি আমার অনেক কাজ আছে, যেগুলো আমাকে শেষ করতে হবে।" কিন্তু শিক্ষার্থীরা তাকে বারবার অনুরোধ করে বলেন, "আমরা এরকম একটি রক্তক্ষয়ী আন্দোলন করে সফল হয়েছি। এই আন্দোলনে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, অনেক শিক্ষার্থী, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশের সামনে সুযোগ এসেছে একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশ পরিচালনার। সেই ক্ষেত্রে আপনি যদি দায়িত্ব নেন তাহলেই সেটা সম্ভব। আপনি দায়িত্ব নিতে রাজি না হলে সেটা আমাদের কারও জন্যই ভালো হবে না। সে কারণেই আপনাকে আমরা অনুরোধ করছি দায়িত্ব নিতে।"


ড. ইউনূস জানান, "শিক্ষার্থীরা যখন এই কথা বলেন তখন আমি নিজেও বিবেচনা করে দেখলাম, এই শিক্ষার্থীরা এত আন্দোলন করেছে, তাদের এ জন্য এত মূল্য দিতে হয়েছে।" 

"শিক্ষার্থীরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে, দেশের মানুষ যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমারও কিছু দায়িত্ব আছে। তখন আমি দায়িত্ব নেব বলে শিক্ষার্থীদের জানিয়েছি।"


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.