বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (৬ আগস্ট) দুর্বৃত্তদের হামলা থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বাগেরহাটে টহলে নেমেছে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা এ কার্যক্রম শুরু করে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী দুপুরে নেতাকর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক করে। এরপর তারা সংখ্যালঘুদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেন। এ কমিটির সবাইকে সতর্ক থেকে টহল দেওয়ার নির্দেশনা দেন তিনি।
এদিকে মোংলায়ও স্থানীয় বিএনপি শান্তি কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির, গীর্জা, জানমাল ও বন্দর, শিল্প এলাকা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় টহলের কাজ শুরু করেছেন।