× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

ডেস্ক নিউজ

০৬ আগস্ট ২০২৪, ১৯:২২ পিএম

প্রতিকী ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিনব্যাপী ধরে চলা সহিংসতার কারণে পালিয়ে আসতে গিয়ে রোহিঙ্গাদের  বহনকারী নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় মৃত্যু হয়েছে শিশুসহ ৯ রোহিঙ্গার। দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন অন্তত ২২ জন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে টেকনাফ সদরের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মধ্যে ৮ জন শিশু-কিশোর নারী ও একজন পুরুষ রয়েছে। এসময় দুজনকে জীবিত উদ্ধার করা হয়। ডুবে যাওয়া নৌকায় ৩১ জন রোহিঙ্গা ছিলেন বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় জেলেরা ৯ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে। যেহেতু দেশে অস্থিতিশীল পরিস্থিতি চলছে। তাই আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কে মরদেহগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মিয়ানমার থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বিজিবি সর্তক অবস্থানে রয়েছেন।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.