× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি

বৈষম্য বিরোধী কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক:

০৬ আগস্ট ২০২৪, ১৯:২৬ পিএম । আপডেটঃ ০৬ আগস্ট ২০২৪, ২০:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক

স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ সহচর জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ও প্রথম সচিব (কর প্রশাসন) মোঃ শাহিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাবাদী এবং কার্যত স্বৈরাচারী কর্মকর্তাগণ পদত্যাগসহ ৯দফা দাবি জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের ১০তম-২০তম গ্রেডের বৈষম্য বিরোধী সকল কর্মচারীগণ দাবীসমূহ নিম্নরূপ। 


০১। প্রশাসন ক্যাডার থেকে কোন কর্মকর্তা প্রেষণে জাতীয় রাজস্ব বোর্ডে পদায়ন করা যাবে না;
০২। স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ সহচর জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমকে অবিলম্বে পদ থেকে বরখাস্ত করে আয়কর/কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্যাডার থেকে চেয়ারম্যান নিয়োগ 
       দিতে হবে;
০৩। অবিলম্বে স্বৈরাচারী চেয়ারম্যানের দোসর এবং প্রিয়পাত্র প্রথম সচিব (কর প্রশাসন) মোঃ শাহিদুজ্জামানসহকে 
       তাদের পদ থেকে বরখাস্ত করে কর ক্যাডারের কর্মকর্তা পদায়ন করতে হবে;
০৪। ২(দুই) বছর পর পর বদলী বাণিজ্য বন্ধ করে আয়কর আইন-২০২৩ এর সাথে সামঞ্জস্য রেখে এবং আয়কর 
       আদায়ের স্বার্থে অতীতের মতো রাজস্ব বান্ধব এবং প্রযোজ্যতা স্বাপেক্ষে বদলী করতে হবে;
০৫। অবৈধ নিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে এবং আউট সোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেয়া যাবে না: 
০৬। সকল কর্মচারীদের পদায়ণ কর্মচারীদের জন্য প্রণীত জৈষ্ঠ্যতা বিধিমালা ও আইন অনুযায়ী করতে হবে;
০৭। সকল পদ পদোন্নতিযোগ্য হতে হবে, কোন পদ ব্লক রাখা যাবে না;
০৮। কর্মচারীগণের নিজ নিজ এসোসিয়েশন এর সাথে পরামর্শ করে কর্মচারীগণের স্বার্থ-সংশ্লিষ্ট সিদ্বান্ত গ্রহণ করতে
      হবে, অন্যথায় কোন সিদ্ধান্ত মানা হবে না। 
০৯। সর্বশেষে আয়কর অনুবিভাগের সংশ্লিষ্ট সকল বিষয়ের সিদ্ধান্ত শুধুমাত্র আয়কর বিভাগের কর্মকর্তা/কর্মচারীগণ 
       নিবে। 

আমাদের ০৯(নয়) দফা দাবী অবিলম্বে পূরণ করতে হবে। অন্যথায় জাতীয় রাজস্ব বোর্ডের সকল বৈষম্য বিরোধী কর্মচারীবৃন্দের পক্ষ হতে বিক্ষোভ সমাবেশ, কর্মবিরতি, কলম বিরতি, প্রটোকল পালনে বিরত থাকা থেকে শুরু করে কঠিনতর কর্মসূচী দেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.