মঙ্গলবার(৬ আগস্ট) রাত ৮টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সদ্য সাবেক সংসদ সদস্য একে আজাদ। দেশের কলকারখানার নিরাপত্তা নিয়ে কথা বলতেই বঙ্গভবনে গিয়েছেন তিনি।
একে আজাদ সাংবাদিকদের বলেন, "আগামীকাল সমস্ত কলকারখানা খুলে দেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা যাতে আমরা পাই সে জন্য মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করতে যাচ্ছি। তিনি যেন সমস্ত কারখানার নিরাপত্তার ব্যবস্থা করেন।"
তিনি বলেন, "যেহেতু বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে এবং পুলিশ কাজ করতে পারছে না। পুলিশ আমাদেরর নিরাপত্তা দিতে পারছে না। নিরাপত্তা না দিলে আমরা কারখানা চালাতে পারব না। সেজন্য পুলিশের নিরাপত্তা দরকার, কারখানার নিরাপত্তা দরকার। দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে।"