× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গভবনে এ কে আজাদ, কথা বলবেন কলকারখানার নিরাপত্তা নিয়ে

ডেস্ক নিউজ

০৬ আগস্ট ২০২৪, ২১:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার(৬ আগস্ট) রাত ৮টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সদ্য সাবেক সংসদ সদস্য একে আজাদ। দেশের কলকারখানার নিরাপত্তা নিয়ে কথা বলতেই বঙ্গভবনে গিয়েছেন তিনি। 

একে আজাদ সাংবাদিকদের বলেন, "আগামীকাল সমস্ত কলকারখানা খুলে দেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা যাতে আমরা পাই সে জন্য মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করতে যাচ্ছি। তিনি যেন সমস্ত কারখানার নিরাপত্তার ব্যবস্থা করেন।"

তিনি বলেন, "যেহেতু বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে এবং পুলিশ কাজ করতে পারছে না। পুলিশ আমাদেরর নিরাপত্তা দিতে পারছে না। নিরাপত্তা না দিলে আমরা কারখানা চালাতে পারব না। সেজন্য পুলিশের নিরাপত্তা দরকার, কারখানার নিরাপত্তা দরকার। দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে।"


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.