আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) দেশের ৯টি জেলার উপর দিয়ে ৪৫-৬০ কি.মি./ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে ভারী বর্ষণ। আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ দেশের বিভিন্ন নদী বন্দর গুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দর গুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এছাড়াও আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে এবং দেশের এর মধ্যে এর সক্রিয় প্রভাবে আজ দেশের বিভিন্ন এলাকা দিয়ে ভারী ব্জ্রসহ বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে। যেসব অঞ্চলে এই ভারী ব্জ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ প্রবল হতে পারে তাদের মধ্যে রয়েছে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা; রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গা; এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা।