× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বামপন্থী দলগুলোও থাকতে চায় অন্তর্বর্তী সরকারের আলোচনায়

ডেস্ক রিপোর্ট

০৮ আগস্ট ২০২৪, ১০:২৪ এএম । আপডেটঃ ০৮ আগস্ট ২০২৪, ১০:৩০ এএম

ছবিঃ সংগৃহীত

গতকাল বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের বিবৃতিতে  দাবি জানানো হয় দেশে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় থাকতে চায় তারা। কিন্তু কোনো পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি তাদের।

বামপন্থী নেতারা উদ্বেগের সাথে বলেন, তারা লক্ষ্য করছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সমাজের বিভিন্ন স্তর থেকে সব বাম প্রগতিশীল গণতান্ত্রিক দল এবং সব গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করার দাবি উঠেছে। কিন্তু  এখনও বাম প্রগতিশীল গণতান্ত্রিক দলগুলোর কারও সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি।

গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের দেওয়া বিবৃতিটিতে জনগণের জানমাল রক্ষায় সকল বামপন্থী দলগুলোর শক্তিসহ স্থানীয় জণগণকে সঙ্গগঠিত করে লুণ্ঠন, সাম্প্রদায়িক সহিংসতা, হত্যাকাণ্ড প্রতিরোধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সই করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, শরীফ নূরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, জাফর হোসেন, শুভ্রাংশু চক্রবর্ত্তী, ইকবাল কবির জাহিদ, মোশরেফা মিশু, মাসুদ রানা, আব্দুল আলী, নাসির উদ্দিন নাসু, মাসুদ খান ও সন্তোষ গুপ্ত।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.