× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিনদিন পর দায়িত্বে ফিরছে পুলিশ

ডেস্ক রিপোর্ট

০৮ আগস্ট ২০২৪, ১০:৫৯ এএম । আপডেটঃ ০৮ আগস্ট ২০২৪, ১১:০০ এএম

ছবিঃ সংগৃহীত

দেশের আপামর ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর দেশের থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়ে সেই সাথে পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের নেতিবাচক ভূমিকার কারণে সরকার পদত্যাগের পর পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে জনতা, এরমধ্যে থানায় অগ্নিসংযোগ-লুটপাট ইত্যাদি ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যরা ভয়ে এই ক'দিন দায়িত্বে ছিলেন না। গতকাল পুলিশ সদরদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে হবে। টানা তিনদিন পর আজ থেকে নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ।

পুলিশ সদরদপ্তর থেকে পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলামের ওই নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনস), সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স, অন্যান্য পুলিশ স্থাপনাসহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফোর্সের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.