× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোশ্যাল মিডিয়ায় পুতুলের আবেগঘন পোস্ট

ডেস্ক রিপোর্ট

০৮ আগস্ট ২০২৪, ১৪:১৪ পিএম । আপডেটঃ ০৮ আগস্ট ২০২৪, ১৪:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল আজ (০৮ আগস্ট) একটি পোস্ট দেন। এটি ঘিরে জনমনে বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এক্সে সায়মা ওয়াজেদ লিখেছেন, "এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না... আমার হৃদয় ভেঙে যাচ্ছে।"

বিবিসির এক অনলাইন প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার সায়মা ওয়াজেদ দিল্লি এসে পৌঁছেছেন। কিন্তু কি কারণে দিল্লি আসার পরেও তিনি তার মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি এ ব্যাপারটি এখনও পরিষ্কার নয়।

গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার সময়, সায়মা ওয়াজেদ থাইল্যান্ডে অবস্থান করছিলেন। 

বিবিসি বলছে, শেখ হাসিনা দিল্লির কাছে হিন্ডনে অবতরণ করার কয়েক ঘণ্টা পরেই, সায়মা ওয়াজেদও দিল্লির উদ্দেশে রওনা দেন। তাই পুতুলের এমন পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.