× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ড. ইউনূসের কার্যালয় ও বাসভবন হবে 'যমুনা'

ডেস্ক রিপোর্ট

০৮ আগস্ট ২০২৪, ১৬:৫২ পিএম । আপডেটঃ ০৮ আগস্ট ২০২৪, ১৬:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের কার্যালয় ও বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা' কে ঠিক করা হয়েছে। আজ রাত ৮টায় শপথ নেওয়ার পর তিনি রাজধানীর মিন্টো রোডে অবস্থিত  'যমুনায়' থাকবেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশে ছেড়ে পালানোর পর পর বিক্ষুব্ধ মানুষ ব্যাপক ভাঙচুর চালিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে।যে কারণে এই দুই জায়গায় আপাতত অফিস করা বা বসবাস করার মতো পরিবেশ নেই।

রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন প্রস্তুত করার কাজে নিযুক্ত রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের বেশকিছু কর্মকর্তা। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার পরই তারা রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'কে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে গড়ে তোলার কাজ করছেন।

দায়িত্বে থাকা আরেক কর্মকর্তা জানান, অতি দ্রুত প্রধান্মন্ত্রীর কার্যালয় ও গণভবনের সংস্কারের কাজ শুরু হবে। রাষ্ট্রের এই দুটি গুরুত্বপুর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতি নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। এর পরপরই এগুলো পুননির্মানের উদ্যোগ নেওয়া হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.