মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সামাজিক সংগঠন সেইভ জুড়ী ও ক্লিন জুড়ীর উদ্যোগে জুড়ী বাজারের ময়লা- আবর্জনা পরিষ্কার করেছে শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেই ধ্বংসস্তূপ প্লাস্টিক পলিথিন পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন তাঁরা।
পাঁচজন সমন্বয়কের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা তাদের মুখে মাক্স পরে, হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে আব্দুল আজিজ মেডিকেলের সামনে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে নেমে পড়ে।
জানা যায়, বাংলাদেশ থেকে শেখ হাসিনা শিক্ষার্থী-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে দেশব্যাপী রাজপথে নেমে পড়ে জনগণ। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। তার ধারাবাহিকতায় জুড়ীতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়ীঘরে। একপর্যায়ে শহরের অনেকগুলো পয়েন্টে ধ্বংসস্তূপে পরিণত হয়।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, এদেশ আমার আপনার সকলের। সবাই দেশকে ভালবেসে যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করছে। এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার শপথ নিবো। কোন হায়েনার হাতে এদেশকে ধ্বংস করার সুযোগ দেওয়া হবে না। যদি কোথাও কেউ ধ্বংস করার চেষ্টা করে, তাদের অপশক্তির বিরুদ্ধে শক্ত হাতে দমন করা হবে।
এর আগে শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান করতে দেখা গেছে। কেউ যেন অতিউৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করেন তারা। পাশাপাশি বিভিন্ন যায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার করার ধারাবাহিক উদ্যেগ ও নেন তারা।
সেইভ জুড়ীর সেচ্ছাসেবী সংগঠনের সদস্য আজিজুর রহমান বলেন, আমাদের নিজের শহর পরিষ্কার করা আমাদের নৈতিক দায়িত্বে পড়ে। আমাদের কাজ আমরাই করতে হবে। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীকে সহযোগিতা করুন। নিজের আঙ্গীনাকে পরিষ্কার করে শুরু করের দেশ সংরক্ষণের কাজ।
ক্লিন জুড়ীর সেচ্ছাসেবী রফিক সুমন বলেন, আমাদের আহ্বানে শত শত শিক্ষার্থী সাড়া দিয়েছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন আমাদের সাথে যুক্ত হয়ে আজকে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের প্রোগ্রাম কে সফল করার জন্য জুড়ীর মানুষ অনেক সহায়তা করেছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি জুড়ী কামিগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ি কল্যাণ সমিতির কাছে দাবি রাখেন আজকে যেভাবে শিক্ষার্থীরা পরিষ্কার করেছে। সকল ব্যবসায়ীরা সবার অবস্থান থেকে এই কার্যক্রম যেন অভ্যাহত রাখেন।