দেশব্যাপী আপামর ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এর পরপরই দেশব্যাপী থানাগুলোতে চলে হামলা ও লুটপাট। তাই দেশের সব ইউনিটে পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে রাজধানীসহ সারা দেশের ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে আসে ছাত্ররা। ট্রাফিক নিয়ন্ত্রণের মত এই কঠিন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার রাও।
আজ (১০ আগস্ট) রাজধানীর কাঁটাবন সিগন্যাল ঘুরে দেখা যায় সাধারণ ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়ারগণ।
দুপুর আড়াইটার দিকে দেখা যায় আশেপাশের বিভিন্ন অফিস, শোরুম, বিভিন্ন দোকান ও সাধারণ নাগরিকরা ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরতের খাদ্য ও পানীয় বিতরণ করেন।