বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহাম্মাদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই স্বাগত বার্তা জানান।
ব্লিঙ্কেন বলেন, "যুক্তরাষ্ট্র ইউনূসের শান্ত ও শান্তির আহ্বানকে সমর্থ করে ও বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।" তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে।
এর আগে মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাছাড়া বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা সবাই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে।