× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে কোটি টাকার পাথর লুট

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি।

১২ আগস্ট ২০২৪, ১৮:০২ পিএম । আপডেটঃ ১২ আগস্ট ২০২৪, ১৮:০২ পিএম

পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে নৌকাতে করে পাথর লুট করা হচ্ছে। ছবিঃ মাহমুদ খান

গত সোমবার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলে সিলেট জুড়ে চলে বিজয় উল্লাস। সেই সুযোগে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের পর্যটন কেন্দ্র সাদাপাথর, বিছানাকান্দি, জাফলং জিরো পয়েন্ট থেকে সোমবার ও মঙ্গলবার পর্যন্ত কোটি টাকার পাথর লুট করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরবর্তীতে ছাত্র-জনতা ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পাথর লুট বন্ধ হয়। পাথর যেন কেউ লুট করতে না পারে সেজন্য এলাকাগুলোতে করা হয় মাইকিং।

স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, দীর্ঘ দিন থেকে সরকারিভাবে বন্ধ রয়েছে কোয়ারি গুলো এবং মাঠে প্রশাসন তৎপর থাকায় নিষিদ্ধ এলাকা থেকে কেউ পাথর উত্তোলন করতে পারে নি। তবে গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর। সাদাপাথর, বিছানাকান্দি ও জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটে নামে শত শত নৌকা। এই লুট সোমবার ও মঙ্গলবার চলে। এরপর ছাত্র-জনতা ও সেনাবাহিনীর বাধার মুখে তাদের এলাকা থেকে চলে যেতে হয়। এরপর থেকে এসব এলাকা কড়া নজরদারির মধ্যে রাখছে সেনাবাহিনী। অল্প সময়ের মধ্যের কয়েক কোটি টাকার পাথর লুট করা হয়েছে।
পর্যটনকেন্দ্রের ব্যবসায়ীরা জানান, পাথর লুটের পাশাপাশি তাদের দোকানপাটে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এতে তাদের ৭০-৮০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে দৈনিক খবর সংযোগকে জানানো হয়, পাথর লুট হচ্ছে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি ক্যাম্প সেখানে গিয়ে এসব রোধ করেছে। পাথর যেন কোনোভাবে লুট না হয় সেজন্য স্থানীয়, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে বসেছে সেনাবাহিনী। এসময় তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। বর্ডার এরিয়া থাকার কারণে সেনাবাহিনীর সদস্যরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থেকে সার্বক্ষণিক নজর রাখছে। তাছাড়া সেনাবাহিনীর টহল দলও নিয়মিত টহল দিচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.