জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমের পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ চলছে। তাকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। এক মানববন্ধন থেকে এই দাবি তোলা হয়।
আজ সোমবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম আকাশ।
এ সময় তিনি সবার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রমোশন না হওয়ার বিষয়টি তুলে ধরেন।
পদত্যাগের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। দাবি না মানলে বুধবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।