সিলেটে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে গতকাল (১২ আগস্ট) রাতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল।
গতকাল (১২ আগস্ট) রাতে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
আওয়ামী লীগকে দল গোছাতে বলায় ছাত্রদল নেতারা সমাবেশ থেকে তার পদত্যাগের দাবি তোলেন। নেতাকর্মীরা এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান।
সিলেটের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, আব্দুস সালাম টিপু সহসভাপতি কামরান আহমদ, জুনেল আহমদ, কৃষ্ণ ঘোষ, এনামুল কবির চৌধুরী সোহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ লিলু, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মুনিম লস্কর, আজহার আলী অনিক, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম আলালসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সোমবার সচিবালয়ে সাংবাদিদের সঙ্গে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি। দল গুছিয়ে আসেন। নতুন মুখ নিয়ে আসেন, নতুন অঙ্গীকার নিয়ে আসেন। আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না।