আজ (১৯ আগস্ট) সন্ধায় রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে আটক করা হয় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে আটক করে।
জানা যায়, আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ই জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছিল। ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে বলেও জানা গেছে।
না প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, দিপু মনিকে এখন মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।