ছবিঃ সংগৃহীত
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটলে দেশের রাজনৈতিক চিত্র নতুনভাবে পরিবর্তন হতে থাকে। এরমধ্যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ সারাদেশে নিজেদের দলীয় কার্যালয়গুলো সচল করা সহ স্বাভাবিক কার্যকম শুরু করে দিয়েছে। এই মুহূর্তে দলটির প্রধান কাজ দুটি। একটি হল দল নিষিদ্ধের আদেশ প্রত্যাহার এবং নির্বাচন কমিশনে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়া। বেশকিছু দায়িত্বশীল সূত্রমতে জানা গেছে নিবন্ধন ফিরে পেতে জামায়াত ইতোমধ্যেই আইনি প্রস্তুতি নিচ্ছে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে দলটি।
জামায়াতের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা ও নিবন্ধন—দুটি বিষয়ে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে ইতিমধ্যে হাইকোর্টের একজন আইনজীবী নিযুক্ত করা হয়েছে। তিনি সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে মধ্যস্থতা করছেন।
গত বছরের ১৯ নভেম্বর আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেন। ওই দিন আদালতে জামায়াতের করা আপিলের পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীর (গত ২ মে মারা গেছেন) ব্যক্তিগত অসুবিধার জন্য ছয় সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছিলেন আইনজীবী মো. জিয়াউর রহমান। তিনি শুনানি মুলতবির আবেদন করেন; কিন্তু আদালত ওই আবেদন আমলে না নিয়ে আপিল খারিজ করে দেন। এর মধ্য দিয়ে জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায় বহাল থাকে। এখন নিবন্ধন ফিরে পেতে জামায়াত আবার আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।
দল নিষিদ্ধের বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যারা নিষিদ্ধ করেছে, তারা অবৈধ সরকার ছিল। তাদের এই ঘোষণা আমরা মানি না। গণরোষে অবৈধ সরকারের পতন হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ গঠন ও পরিচালনায় জামায়াতে ইসলামীর সহযোগিতা চেয়েছে, জামায়াত এই আহ্বানে সাড়া দিয়ে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ স্তরে সহযোগিতা করে যাচ্ছে। আমরা যে বৈধ, এটা তারই প্রমাণ।’
জানা গেছে, নিবন্ধন ফেরানো এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের মনোভাব ইতিবাচক বলে জামায়াতের নেতারা মনে করছেন।
২০০৯ সালে শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচার করেছিল। দল হিসেবেও জামায়াতের বিচারের উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগ আর এগোয়নি। তবে শেখ হাসিনার টানা সাড়ে ১৫ বছরের শাসনের শেষ সময়ে তারা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh