× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়

ডেস্ক রিপোর্ট

২২ আগস্ট ২০২৪, ১৪:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত

ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢল থেকে নেমে আসা পানিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে রয়েছে। কাঁকড়ি নদীর তীরে অবস্থিত উপজেলাটির প্রায় প্রতিটি অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এই দুর্যোগ আরও বাড়িয়ে তুলেছে বন্যার কারণে সৃষ্ট ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়।

আজ (২২ আগস্ট) সকাল থেকেই নেটওয়ার্ক শূন্য হয়ে পড়ে চৌদ্দগ্রাম উপজেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোনে কল ঢুকছে না।

মূলত একদম কাছেই বন্যায় সবচেয়ে ভয়াবহ পরিস্থতিতে থাকা ফেনী জেলার দুর্যোগের প্রভাব পড়েছে  চৌদ্দগ্রামে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। ইন্টারনেট দূরের কথা, মোবাইল নেটওয়ার্কও মিলছে না।

রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ ফোনসহ সবগুলো অপারেটরের সিমে সংযোগ বন্ধ আছে। তবে ধারণা করা হচ্ছে মোবাইল অপারেটরগুলোর টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে।

এর আগে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কাঁকড়ি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হতে শুরু করে এ উপজেলার অনেক নিম্নাঞ্চল। বুধবার প্রায় ৫০ হাজার মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। আজ (২২ আগস্ট)  সকাল থেকে এর প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে চৌদ্দগ্রাম উপজেলার এক তৃতীয়াংশ অঞ্চলে বানের পানি গ্রাস করেছে। তলিয়ে গেছে কয়েকশ হেক্টর ফসলি জমি, রাস্তা-ঘাট, ঘরবাড়ি, মাছের ঘের ও শিক্ষাপ্রতিষ্ঠান। পানিতে আটকে পড়া অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.