টানা ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।আজ (২২ আগস্ট) সকাল থেকে চট্টগ্রামমূখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকামূখী লেনে কিছু যান চলাচল অব্যাহত আছে।
জানা গেছে, মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম গেট থেকে মামা ফকির আস্তানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সেখানে অনেককে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে।
‘উত্তরা পরিবহনে’র বাসের চালক সাহাব উদ্দিন জানান, বিএসআরএম গেটের পর থেকে সড়কে হাঁটুপানি। ফলে গাড়ি চালানো কষ্ট হচ্ছে। কেউ উল্টো পথে গাড়ি নিয়ে যাওয়ায় যানজট দেখা দিয়েছে।
সোনাপাহাড় এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, সকালে অনেক বেশি পানি ছিল, এখন কিছুটা কম। এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি। বৃষ্টি, পাহাড়ি ঢল ও আরশীনগর ফিউচার পার্ক নির্মাণের কারণে এমন হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, মহাসড়কে পানির কারণে যান চলাচল বন্ধ। পানি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।