× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজার থেকে ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট

২২ আগস্ট ২০২৪, ১৮:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল। ভারত থেকে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক কন্যায় দেশের নয়টি জেলা ভয়াবহ ভাবে বিপর্যস্ত। বন্যা পরিস্থিতির অবনতির কারণে কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (২২ আগস্ট) সকাল থেকে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে একটি ট্রেনও ছেড়ে যায়নি।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বন্যা পরিস্থিতির অবনতির কারণে ফেনী ও কুমিল্লা অংশ পানির নিচে রয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে কক্সবাজার থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। টিকিটের ভাড়া ফেরত দেওয়া হয়েছে। 

এদিকে ট্রেন না ছাড়ায় রেলস্টেশনে ভিড় করছেন পর্যটক ও যাত্রীরা। সৈয়দ আলম নামে এক পর্যটক বলেন, সকাল থেকে স্টেশনে বসে আছি। কোনো ধরনের ট্রেন ছাড়েনি। দুপুরের পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা থাকলেও পরে ছাড়েনি। এতে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

আরেক পর্যটক ইরফান বলেন, দুর্যোগের কারণে ট্রেন ও বাস চলাচল বন্ধ। আজকে অবশ্যই ঢাকায় ফেরা লাগবে। এখন কী করবো। টাকাও শেষ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.