× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট

২৩ আগস্ট ২০২৪, ১৭:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের যেকোন জাতীয় সংকটকালীন মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। দেশে সাম্প্রতিকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন স্থানে সবচেয়ে অগ্রসর ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়িতে বন্যাক্রান্ত দের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন সেনাসদস্যরা।

আজ (২৩ আগস্ট) দুপুরে জেলা সদরের গঞ্জপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শুকনো খাবার, ত্রাণ ও বিভিন্ন ধরনের মানবসেবা কার্যক্রম চলমান থাকবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, ক্যাপ্টেন গালিব বিন সাইফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বন্যাকবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী।

এর আগে, গতকাল বন্যার পানিতে ডুবেছে খাগড়াছড়ি। জেলা সদর উপজেলার এবং পৌরসভার অধিকাংশ এলাকার অন্তত তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.