× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতিরঝিলে পানিতে ডুবে সাংবাদিকের মৃত্যু নিয়ে জয়ের স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট

২৮ আগস্ট ২০২৪, ১১:০৯ এএম । আপডেটঃ ২৮ আগস্ট ২০২৪, ১১:১০ এএম

ছবিঃ সংগৃহীত

গতকাল (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টায় (বুধবার) রাজধানীর হাতিরঝিলে পানিতে ডুবে সারা রাহানুমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনে পেশায় জি-টিভির নিউজরুম এডিটর ছিলেন।

এ ঘটনায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটিতে তিনি এই মৃত্যুর পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন।

আজ (২৮ আগস্ট ) সকাল ১০টার দিকে জয় স্ট্যাটাসটি দেন। তাতে তিনি লেখেন, ‘গাজী টিভির নিউজরুম এডিটর সারাহ রাহানুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকার হাতিরঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর এটি আরেকটি নৃশংস হামলা। গাজী টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল। যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন।’

গতকাল (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার (বুধবার) দিকে এক পথচারী সাগর সারাকে হাতিরঝিল লেকে ভাসমান অবস্থায় দেখতে পেলে তিনি অচেতন অবস্থায় সারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সারাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার ১০ ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সাল নামক একজনকে ট্যাগ দিয়ে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আপনার মত একজন বন্ধু পেয়ে ভালো লাগলো, ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন। আশা করি আপনি শিগগিরই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন, আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি, ঈশ্বর আশীর্বাদ করুন।

এছাড়া ১১ ঘণ্টা আগে অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লিখেন, জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো।

এই স্ট্যাটাস দুটো থেকে প্রাথমিকভাবে সারা রাহানুমার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.