জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আজ (২ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। বঙ্গভবনের সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শেখ হাসিনা সরকার পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে স্পিকার থেকে রাষ্ট্রপতি করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। এরপর টানা তিন টার্ম তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলা হতে থাকে। বলা যায়, সরকার প্রধান থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সবার বিরুদ্ধে মামলা হয়েছে। বাদ যান নি শিরীন শারমিন চৌধুরীও।
রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ায় ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।
শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।