× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৃষ্টিতে সড়কে তীব্র যানজট, মেট্রোরেলে বাড়তি চাপ

ডেস্ক রিপোর্ট

০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ এএম

ছবিঃ সংগৃহীত

আজ (৩ সেপ্টেম্বর) সূর্য ওঠার আগ থেকেই প্রবল বর্ষণে বিপর্যস্ত ঢাকার জনজীবন। যারা দিন শুরু হবার আগেই জীবিকার তাগিদে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তাদের বেশিরভাগই রাজধানীর গণপরিবহণ গুলোর ওপর নির্ভরশীল। কিন্তু প্রবল বর্ষণে সড়কে পানি জমায় যানবাহনের ধীরগতি সৃষ্টি করছে তীব্র যানজট। নগরীর এমন স্থবির অবস্থায় দ্রুত কর্মস্থলে পৌঁছাতে রাজধানীবাসীর ভরসা  মেট্রোরেলে আজ অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেক বেশি।

আজ (৩ সেপ্টেম্বর) সকালে মেট্রোরেলের উত্তরা উত্তর, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার, পল্লবী, আগারগাঁও, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সচিবালয় স্টেশন ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। প্রতিটি স্টেশনের টিভিএম মেশিনের সামনে টিকিটের জন্য দেখা গেছে যাত্রীদের লাইন। তাছাড়া মেট্রোরেলের ভেতরেও ছিল যাত্রীদের চাপ।

সংশ্লিষ্টরা জানান, এমনিতেই সকালে অফিসমুখী ও কর্মজীবী মানুষের ভিড় থাকে মেট্রোরেলে। তারপর আজ ভারী বর্ষণের কারণে সড়কে পানি জমেছে। ফলে তৈরি হয়েছে যানজট। এই ভোগান্তি থেকে বাঁচতে অধিকাংশ মানুষজনই মেট্রো স্টেশনে ভিড় করছেন।

শরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, সকালে মেট্রোরেলে ভিড় বেশিই হয়। আজ আবার বৃষ্টি। যার কারণে ভিড় বেশি। তবে যাতায়াতে স্বস্তি পাওয়া যাচ্ছে। কোনো ঝামেলা নেই।

আরশাদ হোসেন জয় নামের আরেক যাত্রী বলেন, রাস্তায় গাড়ি কম। মানুষের ভিড় বেশি। তাছাড়া যানজটও অনেক। সেজন্য  কষ্ট করে হলেও মেট্রোরেলে উঠেছি। অন্তত যানজটের ঝামেলা নেই। ভিড় বেশি হলেও অল্প সময়েই গন্তব্যে পৌঁছাতে পারবো।

অপরদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গাবতলী, টেকনিক্যাল, মিরপুর-১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিআরটিএ, কালশী, গাবতলী, টেকনিক্যাল, মিরপুর-১ এলাকায় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে যানজট নিরসনে মিরপুর ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলেও জানানো হয়েছে।

অবশ্য এরই মধ্যে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া বৃষ্টির ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.