২০১৯ সালের ২০ জুলাই উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লার মৃত্যূদন্ডের আদেশ দিয়েছে আদালত। বাকি আসামি রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন ও আসাদুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আদালতের রায়ে জানানো হয়েছে, আসামিদের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছরের কারাভোগ করতে হবে। আজ (৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুরশিদ আহম্মেদের আদালত এ রায় ঘোষণা করেন।
অন্যদিকে, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি, মুরাদ মিয়া, সোহেল রানা, বেল্লাল মোল্লা, মো. রাজু ও মহিন উদ্দিনকে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে খালাস দেন আদালত।