‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে ২০১২ সনে তার নেতৃত্বাধীন জোটে আমরা অংশগ্রহণ করেছি। তখন ছিলো এটি ৬দলীয় জোট। তারপর বড় হতে হতে ১৮ দল এবং ২০ দলীয় জোট গঠন হলো। এই জোট সারা দেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে-সংগ্রামে প্রত্যেকটি জায়গাতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম। সরকারের পতনের জন্য প্রচেষ্টা চালিয়ে গেছি বলে এক পথসভায় মন্তব্য করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি’র মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।
গতকাল (২২ অক্টোবর) সন্ধ্যায় মাধাইয়া ইউনিয়নের নাওতলায় এলডিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন- ‘রাজনৈতিক প্রয়োজনে একেকজন ব্যক্তি একেক সময় বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেন এবং ঐ দলের আদর্শ মানুষের কাছে তুলে ধরতে চান। মান্নান ভূইয়া, আব্দুল্লাহ্ আল নোমান এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দল করতেন।’
পথসভায় মাধাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি জহির সর্দারের নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের শতাধিক সমর্থক প্রধান অতিথির হাতে ফুলের তোড়া উপহার দিয়ে এলডিপিতে যোগদান করেন। পরে স্থানীয় এলডিপি’র একটি কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি।
এসময় কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাধাইয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, এলডিপি নেতা মনু মিয়া মেম্বার, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি মো. ছামাদ আড়ৎদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার, এলডিপি নেতা কে.এম জাহাঙ্গীর আলম, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।