× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে সমন্বয়ক সারজিস; বিক্ষোভ মিছিল জাপার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

২৬ অক্টোবর ২০২৪, ১৪:৩৭ পিএম । আপডেটঃ ২৬ অক্টোবর ২০২৪, ১৪:৪২ পিএম

ছবিঃ কামরুল হাসান টিটু

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এসেছে পুলিশ প্রধানের সাথে। তার আগমণের প্রতিবাদে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা। আজ (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এসময় লাঠি হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেয়া জাতীয় পার্টির নেতাকর্মীরা  সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ’র বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি নগরীর পায়রা চত্বর থেকে জাহাজকোম্পানী মোড় হয়ে প্রেসক্লাব চত্বর হয়ে পুলিশ লাইন হয়ে পূণরায় পায়রা চত্বরে গিয়ে থামে। পরে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

বিক্ষোভ মিছিলে জাপার কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, গণঅভুত্থ্যানের মাধ্যমে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তিকালীন সরকার। সেই অন্তর্বর্তিকালীন সরকারের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সংস্কার, পুলিশের সংস্কার ও একটিভ করা, সচিবলায়কে সক্রিয় করে সুষ্ঠু নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু তারা সেদিকে নজর না দিয়ে রাজনৈতিক সংস্কারের দিকে মনোনিবেশ করছে। রাজনৈতিক সিদ্ধান্ত সংস্কারের দায়িত্ব এই দেশের জনগণ আপনাদের দেয়নি। এটা রাজনৈতিক সরকারের কাজ। রাজনৈতিক দলের নেতারা এগুলো করবে। এসময় তিনি উপদেষ্টাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা কতজন এই আন্দোলন করেছেন। আপনাদের ঘর থেকে তুলে এনে উপদেষ্টা করা হয়েছে। পুরনো জঞ্জালকে পরিস্কার করে একটা সুষ্ঠু ও অংশগ্রহণমুলক নির্বাচনের আয়োজন করা। কিন্ত আমরা কি দেখছি, কতিপয় কুলাঙ্গার সমন্বয়ক যা বলছেন, তোতা পাখির মতো উপদেষ্টারা ফলে করছেন। এভাবে দেশ চলতে পারে না। এভাবে প্রশাসন চলতে পারে না।

জাপা নেতা মোস্তফা পুলিশ বিজিবি ও প্রশাসনের উদ্দেশ্যে বলেন, পুলিশ কখন যে কার নির্দেশে চলছে, সম্প্রতি সামান্য ঘটনাকে কেন্দ্র করে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে, রাজনৈতিক বিবেচনায় নিয়োগের কারনে ৬৫ জন এসএসপিকে অব্যাহতি দেয়া হয়েছে। তাই কখন যে আপনার চাকুরি চলে যাবে সেই বিষয়টা মাথায় রেখে চলেন। সারজিস ও হাসনাত আব্দুল্লাহকে পুলিশ কেন প্রটোকল দিচ্ছেন, তারা কি রাষ্ট্রের কোন ভিভিআইপি। আপনারা প্রটোকল দিবেন, রাষ্ট্রের জনগণকে। যাদের ট্রাক্সের টাকায় আপনারা বেতন পান। ৯৯৯ লাইনে ফোন দিয়েও পুলিশের সেবা পাওয়া যাচ্ছে না, অথচ দুইজন কুলাঙ্গার নামে সমন্বয়ককে আপনারা প্রটোকল দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন। এগুলো আমার খাতায় নোট থাকতেছে। আপনারা কে কোথায় কি করছেন, আমাদের নখদর্পনে থাকছে।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যখন রংপুরের রাজপথে কেউ নামতে পারে নাই, তখন জাতীয় পার্টির ছাত্রসমাজ, শ্রমিক পার্টি, যুব সংহতি রাজপথে নেমেছিলো এবং ব্যানাার হাতে মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গিয়েছিলো। এগুলোর রেকর্ড আছে। আন্দোলনকারীদের সহযোগিতা করতে গিয়ে আওয়ামীলীগের কাছে হেনস্থা হতে হয়েছে। তারপরও কুলাঙ্গার সমন্বয়করা যদি বলে দেশ তাদের। দেশ কোন সমন্বয়কের বাপের না। এই দেশ জাতীয় পার্টি, বিএনপি, ইসলামী আন্দোলন, জামায়াতসহ ১৮ কোটি মানুষের। তাই হুশিয়ার থাকেন। ক্ষমতা থাকলে দল করেন, মাঠে নামেন। দল এতো সহজ না। ৪০-৫০ বছর ধরে কেউ দল করে কুলাইতে পারছে না। আর আপনারাতে সদ্যপ্রসুত সন্তানের মতো। তাই হুশিয়ার করে বলতে চাই, কাউকে আঙ্গুল দিয়েন না। এই আঙ্গুল দিতে গিয়ে আপনাদের যে কি পরিণতি হবে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না।

তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, অন্তর্বতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারে জাতীয় পার্টিকে প্রথমবার ডেকেছিলো। এরপর কোথাকার কোন রাস্তার সমন্বয়ক হাসনাত ও সারজিস কে কি বললো, সেটাকে আমলে নিয়ে জাতীয় পার্টিকে ডাকলেন না, আপনার ডাকা না ডাকায় আমাদের কিছু যায় আসে না। তবে না ডাকার কারন আপনার মুখতে শুনতে চাই। আপনি সেটা না বলে, তাদের কথায় আমাদের ডাকলেন না। এটাই লজ্জার বিষয়। আমরা মর্মাহত হয়েছি এটাতে। 

উল্লেখ্য, সংস্কার ইস্যুতে অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সংলাপে যেন জাতীয় পার্টিকে ডাকা নয় এমন স্ট্যাটাস দেন এই দুই সমন্বয়ক। এরপরেই সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্তি ঘোষণা করে রংপুরে ঢুকতে না দেয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ ঘোষণার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে এবং পাল্টা কর্মসূচী ঘোষণা করে। এরই মধ্যে পুলিশ প্রধানের সাথে সফর সঙ্গী হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ’র রংপুর আগমণকে কেন্দ্র করে শনিবার রাতেও বিক্ষোভ মিছিল করে জাতীয় পাার্টি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.