× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিরে গেছে জাইকা, আটকে গেল র‍্যাপিড পাসের সুবিধা

ডেস্ক রিপোর্ট

০২ নভেম্বর ২০২৪, ১৪:৪৯ পিএম । আপডেটঃ ০২ নভেম্বর ২০২৪, ১৪:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

মেট্রোরেল চালু হওয়ার পর নগরবাসী র‍্যাপিড পাস কার্ডকে চিনেছে। তবে এই র‍্যাপিড পাস সুবিধা কেবল মেট্রোরেলের জন্য নয়। দেশবাসীর বাস, ট্রেন এবং নৌযানে যাতায়াতের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়ার কথা ছিল। প্রকল্প নেওয়ার ৭ বছর পেরিয়ে যাওয়ার পরেও মেট্রোরেল ছাড়া অন্য কোথাও এর বাস্তবায়ন নেই বললেই চলে। আর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা) অর্থায়ন বন্ধ করে দিয়েছে।

গণপরিবহনে ভাড়া নিয়ে কথা কাটাকাটি এ শহরের নিত্য এক বিষয়। বহু চেষ্টা, উদ্যোগ নেওয়া সত্ত্বেও ঢাকায় বাস্তবায়ন সম্ভব হয়নি সমন্বিত ভাড়া আদায়ের ব্যবস্থা। পরীক্ষামূলকভাবে ২০১৭ সালে এবং ২০১৮ সালের জানুয়ারি থেকে সম্পূর্ণ বাস্তবায়ন শুরু হয় র‍্যাপিড পাস কার্ডের। এই পাসের মাধ্যমে মেট্রোরেল, নৌযান ও বাসসহ বিভিন্ন গণপরিবহনের ভাড়া দিতে পারার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নেয়া জাইকার কারিগরি সহযোগিতার ক্লিয়ারিং হাউজ ফেইজ- প্রকল্পের মেয়াদ গেল জুনে শেষ হলেও, কেবল মেট্রোরেল ছাড়া আর কোথাও এমন সুবিধা পান না নগরবাসী।

বলাই যায় মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও বাসের সেবা ৮০'র দশকের থেকে খুব একটা পরিবর্তন হয়নি।

এর জন্য বাস মালিকদের দোষারোপ করা হলেও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দাবি, তারাও চান সুশৃঙ্খল এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা।

বাংলাদেশে সড়ক পরিবহন মালিক সমিতির ট্রেজারার এহসান আহমেদ খোকন বলেন, এমন হলে আমাদের জন্য ভালো। শুধু চালক গাড়ি চালাবে। আমাদের অন্য কোনো কর্মী নিতে হবে না। ভাড়া নিয়ে কারো সাথে কোনো ঝামেলা হবে না। ্যাপিড পাস ব্যবহার করে যাত্রীরা উঠবে আবার নামবে। আমরাও চাই পরিবহন ব্যবস্থার উন্নতি হোক।

এদিকে প্রকল্প পরিচালক মো. মামুনুর রহমান জানালেন, অনেক চেষ্টার পরও ্যাপিড পাস সবার জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জাইকার কাছে ২০২৫ সাল পর্যন্ত কারিগরি সহায়তা চাওয়া হলেও তারা তাতে রাজি হয়নি। তাই বাধ্য হয়ে নিজস্ব অর্থায়নে বাকি কাজ শেষ করতে বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প নেয়ার সময়ই বাস্তবায়নের মেয়াদ এবং প্রতিবন্ধকতাগুলো সঠিকভাবে বিবেচনায় নেয়া হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.