× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চব্বিশের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা : সোহেল তাজ

ডেস্ক রিপোর্ট

০৩ নভেম্বর ২০২৪, ২১:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ মন্তব্য করেছেন ২০২৪ সালের আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা।

রোববার ( নভেম্বর) বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে পদযাত্রা এবং প্রধান উপদেষ্টা বরাবর তিন দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন তিনি।

সোহেল তাজ বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবদান-আত্মত্যাগ বইপুস্তকে তুলে ধরতে হবে। একইসঙ্গে ২৪-এর আন্দোলনও তুলে ধরতে হবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ একক নেতৃত্বে হয়নি। অনেকেই নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিব জেলে থাকার পর জাতীয় চার নেতার অবদান ছিল গুরুত্বপূর্ণ।

আওয়ামী লীগের শাসন প্রসঙ্গে তাজউদ্দীন পুত্র বলেন, যেই দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই দল ক্ষমতায় থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি। সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ হয়েছে। একক কারও নেতৃত্বে হয়নি। অথচ দলটি মুক্তিযুদ্ধকে নিজের পক্ষে ইতিহাস বানিয়ে নিয়েছিল। মুক্তিযুদ্ধের সঠিক পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরা হয়নি আওয়ামী লীগের আমলে।

সোহেল তাজ বলেন,‌ দেখতে দেখতে জেল হত্যা দিবসের ৪৯ বছর পার হয়ে গেল। অথচ, এখন পর্যন্ত জাতির চার বীর, যাদের নেতৃত্বে সফলভাবে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, যাদের নেতৃত্বে বাংলাদেশ নামে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেলাম, আজ অবধি রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো স্বীকৃতি নেই। এটা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে এবং সংরক্ষণ করতে হবে।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেনসোহেল তাজ। তার তিন দফা হলো

. ১০ এপ্রিল ১৯৭১ যেহেতু স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে, তাই এই দিনটিকেপ্রজাতন্ত্র দিবসঘোষণা করা।

. নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।

. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তক সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.