মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন একটি তথ্য স্যোসাল মিডিয়ায় ঘুরছে। কিন্তু আদতে এই তথ্যটি সত্য নয়।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো বার্তাটি ছড়িয়ে পড়ে। এই দাবির সঙ্গে ড. ইউনূসের স্বাক্ষর সম্বলিত একটি সংবাদ বিজ্ঞপ্তির ছবিও প্রচার করা হয়। এই বিষয়টি নজরে এলে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান চালায়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যোগাযোগ করে তারা।
অনুসন্ধানে মেলে, ড. ইউনূস ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে কোনো প্রেস রিলিজ তারা দেননি। তাদের পক্ষ থেকে প্রেস রিলিজটি ভুয়া বলে নিশ্চিত করা হয়।