× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে

ডেস্ক রিপোর্ট

১০ নভেম্বর ২০২৪, ১৮:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হতে যাচ্ছেন চার থেকে পাঁচজন। আজ  (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পাঁচজন বঙ্গভবনে শপথ নেবেন। তাদের মধ্যে রয়েছেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, অধ্যাপক মো. সায়েদুর রহমান ব্যবসায়ী সেখ বশির উদ্দিন। তবে পঞ্চম ব্যক্তির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনকি সংখ্যাটা চারজন নাকি পাঁচজন তা শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এখনও নিশ্চিত নয়।

বঙ্গভবনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ডাক পাওয়াদের মধ্যে অধ্যাপক মো. সায়েদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক। তিনি গত ২৭ আগস্ট বিএসএমএমইউতে উপাচার্য হিসেবে নিয়োগ পান।

অন্যদিকে সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।

নতুনদের মধ্যে ডাক পাওয়া মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে আসছেন।

তবে পঞ্চম ব্যক্তির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ বলছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরীর নাম। আবার আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক সাবেক সচিব এফ এম সোলায়মান চৌধুরীর নামও শোনা যাচ্ছে।

আরও যারা আলোচনায় ছিলেন তাদের মধ্যে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা . ইফতেখার আহমেদ চৌধুরী, . মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে . মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ সরকারের সদস্য ২১ জন। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা তিনটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। দুটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ১০ জন। ছাড়া প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের অধীনে আছে ছয়টি মন্ত্রণালয় বিভাগ।

প্রধান উপদেষ্টা সামলাচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়।

ছাড়া অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন . সালেহ উদ্দিন আহমেদ; আইন, বিচার সংসদবিষয়ক, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে . আসিফ নজরুল।

বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে মুহাম্মদ ফাওজুল কবির খানের ওপর। লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সামলাচ্ছেন স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়। হাসান আরিফ সামলাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমি মন্ত্রণালয়। আদিলুর রহমান খান সামলাচ্ছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়।

পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে সৈয়দা রিজওয়ানা হাসান; ডাক, টেলিযোগাযোগ তথ্য-প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নাহিদ ইসলাম, যুব ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের ফারুক--আজম, বস্ত্র পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, মহিলা শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে শারমীন এস মুরশিদ দায়িত্ব পালন করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.