× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লিবিয়ার রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

অভিবাসন ও মানবপাচার বন্ধে দুই দেশ মিলে কাজ করা উচিত

ডেস্ক রিপোর্ট

১০ নভেম্বর ২০২৪, ২০:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১০ নভেম্বর) ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মুতালিব এস এম সালিমান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশের অবৈধ মানবপাচারে লিবিয়াকে ব্যবহার করছে মানবপাচারকারীরা। অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধে বাংলাদেশ ও লিবিয়া একসঙ্গে কাজ করতে পারে। আমরা মানবপাচারকে সমর্থন করি না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। এটি বন্ধ করার জন্য আমাদের একসঙ্গে কাজ করা উচিত।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সালিমান লিবিয়ার সমাজে বাংলাদেশি কর্মী বাহিনীর অবদানের কথা স্বীকার করে বলেন, দেশে বিশেষ করে কৃষিক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি।

বর্তমানে লিবিয়ায় কর্মরত কিছু বাংলাদেশি চিকিৎসক বেতন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন স্বীকার করে রাষ্ট্রদূত বলেন, দেশটিতে চলমান সংস্কারের সমাধান হলে দ্রুত বিষয়টি সমাধান হবে।

প্রধান উপদেষ্টা বাণিজ্য বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করার জন্যও রাষ্ট্রদূতকে আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশ পারস্পরিক সুবিধার জন্য লিবিয়া থেকে তেল আমদানি করতে পারে কিনা তাও জানতে চান।

রাষ্ট্রদূত সালিমান বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় চালু করার ওপর জোর দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.