ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আ’লীগের সাবেক এমপি আব্দুছ ছাত্তারসহ ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত শুরু করেছে প্রশাসন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিবালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয় যে, ঈশ্বরগঞ্জে ৬৫ জন ভূয়া মুক্তিযোদ্ধার নাম তালিকা হতে বাদ দেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিন তদন্ত পূর্বক ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জের ইমাম উদ্দিন নামে একজন মুক্তিযোদ্ধা অভিযোগ করেন যে, এ উপজেলায় আওয়ামী লীগের সাবেক এমপিসহ ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন ২০১৭ সালে যাচাই-বাছাইকালে ওই ৬৫ জন কেউ কেউ ‘খ’ ও ‘গ’ তালিকাভুক্ত। তাদের বিরুদ্ধে সে সময় অভিযোগ দেওয়া সত্ত্বেও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কতিপয় অসাধু কর্মচারীদের সহযোগিতায় তাদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হয়। ওই অভিযোগকারী মুক্তিযোদ্ধার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬৫ জনের মধ্যে ১ জন আওয়ামী লীগের সাবেক এমপিও রয়েছেন।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন সহকারী কমান্ডার হাবিবুর রহমান আকন্দ হলুদ বলেন, অভিযোগটি যে করেছেন তিনি যোগাযোগ করে তালিকা দিলে আরো অন্তত ২০-২৫ জন ওই তালিকায় থাকতো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ১১ নভেম্বর সোমবার তার কার্যালয়ে অভিযুক্ত সব মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য চিঠি দেয়া হয়েছিল। দিন ব্যাপী তদন্ত কার্যক্রম চলমান ছিল। অচিরেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।