× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘না’-ভোটের বিধানসহ ১১টি সুপারিশমালা নিয়ে সুজনের সংবাদ সম্মেলন

রাজশাহী ব্যুরো।

১৬ নভেম্বর ২০২৪, ২০:১৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

সুষ্টু নির্বাচনের পরিবেশ সৃষ্টিসহ সংস্কার কমিশনের কাছে জন-আকাঙ্খাভিত্তিক সুপারিশমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা কমিটি রাজশাহী নগরীর একটি রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা কমিটির সভাপতি সফিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সুজনের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ।

সংবাদ সম্মেলন থেকে সংস্কার কমিশনসমূহের কাছে মোট ১১টি বিষয়ের উপর সুপারিশমালা ও জন-আকাঙ্খার বিষয়গুলো গুরুত্ব পায় তা সরকারের কাছে দাবি অকারে তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশ পুণঃগঠণের নিমিত্তে বর্তমান সরকার ইতোমধ্যেই পাঁচটি সংস্কার কমিশন গেজেটভুক্ত করেছেন। আরো প্রায় ছয়টি কমিশন গেজেটভুক্তির দ্বারপ্রান্তে আছে। তাই দেশ ও জাতির কল্যাণের স্বার্থে এই সম্মেলনের মাধ্যমে সরকার ও  সংস্কার কমিশনের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
উক্ত সম্মেলনের মাধ্যমে জন-আকাঙ্খাভিত্তিক সুপারিশমালাগুলো হল, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের অগ্রাধিকারসমূহ, সংবিধান সংস্কার কমিশনের অগ্রাধিকারসমূহ, জনপ্রশাসন সংস্কার কমিশনের অগ্রাধিকারসমূহ, বিচার বিভাগ সংস্কার কমিশনের অগ্রাধিকারসমূহ, দুর্নীতি দমন সংস্কার কমিশনের অগ্রাধিকারসমূহ, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের অগ্রাধিকারসমূহ, স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের অগ্রাধিকারসমূহ, গণমাধ্যম সংস্কার কমিশনের অগ্রাধিকারসমূহ, শ্রমিকঅধিকার বিষয়ক সংস্কার কমিশনের অগ্রাধিকারসমূহ, নারীবিষয়ক সংস্কার কমিশনের অগ্রাধিকারসমূহ, স্থানীয় সরকার সংস্কার কমিশনের অগ্রাধিকারসমূহ।

উক্ত সম্মেলনে ‘না’-ভোটের বিধান পুনঃপ্রবর্তন সহ দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা এবং উচ্চকক্ষকে পেশাভিত্তিক পার্লামেন্টের রূপ দেওয়ার সুপারিশ করেন বক্তারা। এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন বাধ্যবাধকতা (টার্ম লিমিট) সৃষ্টি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি: সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার করা। এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণসহ আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন পদ্ধতির প্রবর্তনের সুপারিশও করা হয়।

মনোনয়ন বাণিজ্য ও নির্বাচনে টাকার খেলার অবসান ঘটানোর লক্ষ্যে তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন প্রদান ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের দিকেও নজর দেয়ার প্রস্তাব করেন বক্তারা। জনপ্রশাসনকে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ করা; পাবলিক সার্ভিস কমিশনকে দলীয়করণমুক্ত করা এবং মেধাকে প্রাধান্য দিয়ে সকল ধরনের নিয়োগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করাসহ দক্ষতা, যোগ্যতা, জৈষ্ঠতা ও সততাকে পদোন্নতির পূর্বশর্ত হিসেবে বিবেচনায় নেওয়ার সুপারিশ করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, দুর্নীতিবাজদের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতে হবে। বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। পুলিশ প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয়করণমুক্ত করা এবং পুলিশ প্রশাসনকে কোনো দলের কাছে নয়, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ করার ব্যবস্থা করতে হবে।

সুপারিশমালারা মাধ্যমে বক্তারা আরো বলেন, দেশের স্বাস্থ্যসেবাকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে গণ্য করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতে হবে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্যাথলজিক্যাল ফেসিলিটিস বৃদ্ধির করতে হবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যান্ত সংখ্যক ডাক্তারের পদায়নসহ ও কর্মস্থলে অবস্থান বাধ্যতামূলক করতে হবে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ঔষধসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত কর ও গবেষণার ওপর গুরুত্বারোপ করতে হবে। সকল নাগরিকের জন্য স্বাস্থ্যবিমা চালু করতে হবে। বক্তারা আরো বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ অঙ্গ বলা হয়ে থাকে। তাই গণতন্ত্রের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অতীব জরুরি। তাই গণমাধ্যম যাতে ভীতিমুক্ত পরিবেশে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সুজনের রাজশাহী মহানগর কমিটির সভাপতি পিয়ার বক্স, নির্বাহী সদস্য অধ্যাপক আসাদ আলী, অধ্যাপক ড. কামরুজ্জামান, আঞ্চলিক সমন্বয়ক মিজানুর রহমান ও সমন্বয়ক আমির উদ্দীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.