× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরবঙ্গ বিচ্ছিন্নের হুশিয়ারী

রংপুরে ছাত্র-জনতার সংবাদ সম্মেলন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

১৭ নভেম্বর ২০২৪, ২১:০৪ পিএম

ছবিঃ কামরুল হাসান টিটু

উত্তরবঙ্গ থেকে তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে ঢাকা থেকে উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হুশিয়ারী দিয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুরের ছাত্র-জনতা। গতকাল রোববার (১৭ ন‌ভেম্বর) সন্ধ্যা সাতটায় রংপুর নগরীর স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে দেশে যে বিপ্লব সংঘটিত হয়েছিলো, সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জনের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন। সেই ১৭ জনের মধ্যে উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টাও নিয়োগ দেয়া হয়নি। পরবর্তিতে ১৬ আগস্ট ২ জন এবং ১০ নভেম্বর ৩ জন উপদেষ্টা হিসেবে শপথ নেন। তিনদফায় উপদেষ্টা পরিষদের শপথ নিলেও রংপুর তথা উত্তরবঙ্গ থেকে একজনেরও উপদেষ্টা হিসেবে ঠাঁই হয়নি।

এই ঘটনায় মর্মাহত হন উত্তরবঙ্গের ছাত্র-জনতা এবং উপদেষ্টা পরিষদে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবীতে গত ১১. ১২ ও ১৩ নভেম্বর বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধসহ টানা কর্মসূচী পালন করে। সম্প্রতি দুইজন উপদেষ্টা রংপুরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগের কোন আলোচনায় হয়নি বলে জানান। এটি জানার পর থেকে রংপুরের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাই দ্রুত উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ করে রংপুর তথা উত্তবঙ্গের ছাত্র-জনতার ক্ষোভ প্রশমন করবেন বলে বিশ্বাস। 

বেধে দেয়া সময়ের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেয়া না হলে যে সব স্থান ব্লকেড করা হবে:

পঞ্চগড় জিরো পয়েন্ট ব্লকেড, ঠাকুরগাঁও গোল চত্বর ব্লকেড, দিনাজপুর দশমাইল বাইপাস ব্লকেড, রংপুর মডার্ণ মোড় ব্লকেড, রংপুর রেল স্টেশন, নীলফামারী ব্লকেড, কুড়িগ্রাম তিস্তা ব্লকেড, গাইবান্ধা, ঢাকা ও রংপুর মহাসড়ক ব্লকেড করা হবে। 

যে সব কারনে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ চায়, তা হলো
১। ফ্যাসিস্ট সরকারের আমলের ১৫ বছর রংপুর অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে এবং উন্নয়ন বঞ্চিত হয়েছে। দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। তাই অন্তবর্তিকালীন সরকারের আমলে এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন করতে উপদেষ্টা পরিষদের উপদেষ্টা দরকার।
২। দেশের খাদ্য চাহিদার বড় অংশ রংপুর বিভাগ থেকে সরবরাহ হয়ে থাকে। অথচ এই অঞ্চলের কৃষকের ভাগ্যের উন্নয়ন হয়নি। তাই উন্নয়নের ক্ষেত্রে উপদেষ্টা প্রয়োজন।
৩। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে উপদেষ্টা পরিষদে সদস্য থাকা জরুরী।
৪। রংপুরের উন্নয়নে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হলেও উপদেষ্টা নিয়োগ প্রয়োজন এই অঞ্চল থেকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমগীর নয়ন। এসময় রংপুর জেলার সমন্বয়ক সদস্য ইয়াসীর আরাফাতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.