× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন মেজর হাফিজ  

বরিশাল ব্যুরো।

১৮ নভেম্বর ২০২৪, ১৫:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বরিশাল সাইবার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ (১৮ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মেজর হাফিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল। হাজিরার পর আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। 

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় মেজর হাফিজ ছাড়াও আসামি করা হয় ভোলার লালমোহন উপজেলার বিএনপি নেতা মো. বাবুল বিশ্বাসকে। 

সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজিরা শেষে মেজর হাফিজ সাংবাদিকদের বলেন, ‘বরিশালে নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী গুনী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। অন্তর্বর্তী সরকার নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে তা দ্রুত করে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেবে বলে আশা করি।’

উল্লেখ্য, হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে পরে বিএনপিতে যোগ দেন। গত আগস্টে বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ মেজর হাফিজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.