× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে ইউএনওর নাম্বার ক্লোন করে প্রতারণা

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

১৮ নভেম্বর ২০২৪, ১৫:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বহী কর্মকর্তা ইউএনওর সরকারি নম্বর ক্লোন করে বিভিন্ন স্থানে ফোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। আজ (১৮ নভেম্বর) কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে এক বিবৃতিতে কাউকে প্রতারিত না হবার আহবান জানানো হয়। 

জানা যায়, পূর্বের উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি হয় গত সপ্তাহে। এর পর থেকে কয়েকদিন ধরে বিভিন্ন ব্যাক্তির কাছে সরকারি অফিসিয়াল নম্বর ক্লোন করে মোবাইল নম্বর ০১৯৮১৭৫২৮২৫ থেকে বিভিন্নজনের কাছে ফোন দিয়ে উপজেলা নির্বাহী অফিসার এর পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ইউএনওর অফিসে জানানো হলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

কটিয়াদী উপজেলায় সদ্য যোগদান করা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাঈদুল ইসলাম জানান, সরকারি নম্বরে কল করে চাঁদা দাবি করছে প্রতারক চক্র। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সাবধান থাকতে উপজেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে প্রতারকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অফিসার ইনচার্জ, কটিয়াদী থানাকে অবহিত করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো তরিকুল ইসলাম জানান, ইউএনওর সরকারি নাম্বার ক্লোন করে প্রতারণার সাথে জড়িতদের ধরতে আমরা অনুসন্ধান শুরু করেছি৷ এ বিষয়ে পুলিশ কাজ করছে৷ 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.