রাজধানীর
শাহবাগ এলাকায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর
মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ মোড়ের বিভিন্ন পয়েন্টে যৌথভাবে অবস্থান
নিয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দুটি এপিসি এবং একটি জলকামান রাখা
হয়েছে।
আজ (২৬ নভেম্বর) সন্ধ্যায়
শাহবাগ এলাকায় এমন চিত্র চোখে পড়েছে।
সরেজমিনে
ঘুরে দেখা যায়, শাহবাগ মোড়ের চারপাশে বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ ও এপিবিএন সদস্য
অবস্থান নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পাশের সড়কে রাখা হয়েছে একটি জলকামান। আর জাতীয় জাদুঘরের
সামনে এবং শাহবাগ থানা অভিমুখের সড়কে দুটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) রাখা হয়েছে। তবে পুরো এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর
আগে, দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর তিন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির
জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল
এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতেও ৬ প্লাটুন বিজিবি
মোতায়েন করা হয়েছে।