× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পথসভায় জামায়াত আমির

আমরা কোথাও পালিয়ে যাইনি যাবোও না, এ দেশ আমাদের

মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।

০১ ডিসেম্বর ২০২৪, ১৭:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করবো। আমরা কোথাও পালিয়ে যাবো না। এ দেশ আমাদের, এ দেশ সম্প্রীতির, এ দেশ সমৃদ্ধির। যারা দেশকে ভালোবাসে তারা কখনো দেশ থেকে পালায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (১ ডিসেম্বর) দুপুর ১২টায় নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আয়োজিত এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

সংক্ষিপ্ত পথসভায় তিনি আরও বলেন, আমরা আমাদের দেশকে ভালবাসি বলেই গত ১৫ বছর চরম নির্যাতন নিপীড়ন সহ্য করে শত শত নেতা-কর্মীদের হারিয়েও আঁকড়ে পড়ে থেকেছি। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে কারো কোন কিছু দাবি করা লাগবে না। মন্দির, মসজিদ, মঠ, গির্জা পাহারা দেওয়া লাগবে না। ক্ষমতায় গেলে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে কাজ করা হবে। সকল মানুষদের সমান অধিকার নিশ্চিত করা হবে। আমরা বেকার যুবকদের বাংলাদেশ চাই না। আমরা  কর্মঠ ও স্বাবলম্বী যুবকদের জন্য একটি উন্নত ও  বাংলাদেশ গড়তে চাই। আমাদের লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। 

তিনি আরও উল্লেখ করেন, ঘুষ ও দুর্নীতির অবসান ঘটিয়ে প্রশাসনকে জনগণের সেবায় নিযুক্ত করতে হবে। কোন অফিস-আদালতে ঘুষ-দূর্নীতি চলতে দেওয়া হবে না। 

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সূরা সদস্য আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী হাদিউজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সেকেন্দার খান, পৌর জামায়াতের আমীর হাফেজ ইমরান হুসাইনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান খুলনা থেকে নড়াইল হয়ে ফরিদপুর যাওয়ার পথে নড়াইল সদরের মালিবাগ এলাকায় আরও একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। এরপর লোহাগড়ার পথসভা শেষে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.