× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে জাহিন স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ডেস্ক রিপোর্ট

১৭ ডিসেম্বর ২০২৪, ০১:২১ এএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহিন স্পিনিং মিলটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন।


আড়াইহাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বিশ্বজিৎ সরকার অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর আগুন বাড়তেই থাকে। আগুনের তাপ বেশি থাকায় কোনোভাবেই সামনে যাওয়া যাচ্ছে না।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে কে বলেন, আগুন নেভানোর জন্য দুই ঘণ্টা ধরে আড়াইহাজার, কাঞ্চন ও মাধবদী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুনের তাপ বেশি হওয়ায় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।


আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ আনতে। রাত এখন পৌনে ১২টা বাজলেও আগুন নিয়ন্ত্রণ আসেনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.