× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইজতেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ

নিহত ৩, আহত শতাধিক

ডেস্ক রিপোর্ট

১৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পিএম । আপডেটঃ ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার আজ (১৮ ডিসেম্বর) সকালে দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে, তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী সৈয়দ ওসিফুল ইসলাম তাদের আরও এক সাথী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

মাওলানা জুবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান দাবি করেন, মধ্যরাতে সাদ অনুসারীদের অতর্কিত হামলায় তাদের দুইজন সাথী নিহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে শতাধিক সাথী আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে, মাওলানা সা' অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, বিভিন্ন জেলা থেকে আগত সাদ অনুসারী সাথীদের গাড়ি আটকে দিয়ে এবং ইজতেমা ময়দানে প্রবেশ করলে হামলা চালায় জুবায়ের অনুসারীরা। হামলায় তাইজুল ইসলাম নামে সাদ অনুসারী এক সাথী মারা গেছেন।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) অপরজন হলেন বগুড়ার মোহাম্মদ তাইজুল ইসলাম (৬৫)

ওসি হাবিব বলেন, রাতে ইজতেমা ময়দানে মারামারির ঘটনায় দুইজনের মৃত্যু খবর নিশ্চিত হওয়া গেছে। একজন হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এখন পরিস্থিতি শান্ত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, . রউফ (৫৫), মজিবুর রহমান (৫৮), . হান্নান (৬০), জহুরুল ইসলাম (৩৮), আরিফ (৩৪), ফয়সাল (২৮), তরিকুল (৪২), সাহেদ (৪৪), উকিল মিয়া (৫৮), পান্ত (৫৫) টঙ্গীর খোরশেদ আলম (৫০) বেলাল (৩৪), আনোয়ার (৫০), আবু বক্কর (৫৯), আরিফুল ইসলাম (৫০), আনোয়ার (২৬), আনোয়ার (৭৬), ফোরকান আহমেদ (৩৫), . রউফ (৫৫) মজিবুর রহমান (৫৮), . হান্নান (৬০), জহুরুল ইসলাম (৩৮), আরিফ (৩৪),  ফয়সাল (২৮), তরিকুল (৪২), সাহেদ (৪৪)

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মাওলানা জুবায়ের অনুসারীরা গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়ের অনুসারীরা জোড় ইজতেমা পালন করেন। এরপর ২০ ডিসেম্বর থেকে মাওলানা সাদ অনুসারীরা জোড় ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নিলে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে ইজতেমা ময়দানে অবস্থান নেন জুবায়ের অনুসারীরা। গতকাল (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ময়দানের চারপাশে ও বিভিন্ন সড়কের মোড়ে জুবায়ের অনুসারীরা সাদ অনুসারীদের ইজতেমা ময়দানে প্রবেশ ঠেকাতে লাঠি হাতে পাহারা বসায়।

আরেকদিকে, দেশের বিভিন্ন জেলা থেকে সাদ অনুসারীরা বাস-ট্রাক সহযোগে টঙ্গিতে ইজতেমা ময়দানের উদ্দেশ্যে আসতে থাকে। মধ্যরাত থেকেই জুবায়েরপন্থীরা সড়কের বিভিন্ন পয়েন্টে সাদ অনুসারীদের গাড়ি আটকে দেন।

একপর্যায়ে রাত আড়াইটার দিকে মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের দুইজন নিহত অন্তত অর্ধশত মুসল্লি আহত হয়েছেন। ঘটনার পর থেকে ইজতেমা ময়দান আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ র‍্যাব মোতায়েন রয়েছে।

সাদপন্থি তাবলীগ জামাতের মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম বলেন, ২০ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে তাদের জোড় ইজতেমা শুরুর হওয়ার কথা ছিল। মাঠ প্রস্তুতির জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাঠের আশপাশে রাস্তার পাশে মুসল্লিরা এসে অবস্থান নিচ্ছিলেন। আমাদের প্রস্তুতি দেখে জুবায়েরপন্থি লোকজন বাইরে থেকে গাড়ি ভরে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং আমাদের লোকজন ইজতেমা ময়দানে ঢুকে পড়ে। সেখানে দুই গ্রুপের মধ্যে আবার ব্যাপক সংঘর্ষ হয়। ইজতেমা মাঠে সংঘর্ষে যারা আহত হয়েছেন, তাদের নিকটস্থ টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.