× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবা নিরপরাধ ছিলেন তা প্রমাণিত হয়েছে- নিজামীর ছেলে

ডেস্ক রিপোর্ট

১৮ ডিসেম্বর ২০২৪, ২১:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী আজ (১৮ ডিসেম্বর) দশট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়েছেন। এ বিষয়ে তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, মাওলানা নিজামীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মৃত‍্যুদণ্ড দেওয়া হয়েছিল তা প্রমাণিত হল।

ব্যারিস্টার নাজিব মোমেন আরও বলেন, ভারতের ইঙ্গিতেই মাওলানা নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল।

ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভারতের ইঙ্গিতে মাওলানা নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। অথচ এই মামলায় তার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ সরকারপক্ষ আদালতে হাজির করতে পারেনি।

আজকে এই মামলায় বেকসুর খালাস পাওয়ার মাধ্যমে প্রমাণিত হলো মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। আমি এই বিচারের নামের প্রহসনের সঙ্গে জড়িত সবার বিচার দাবি করছি। একইভাবে তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেও তথ্যপ্রমাণ ছাড়া মাওলানা নিজামীকে ফাঁসি দেওয়া হয়, যা বিচারিক হত্যার নামান্তর। আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে এই হত্যাকাণ্ডসহ ্যাসিবাদী হাসিনার আদালতে সংঘটিত সব রাজনৈতিক বিচারিক হত্যাকাণ্ডের কমিশন গঠন করে সুষ্ঠ তদন্ত বিচার দাবি করছি।

উল্লেখ্য, আজ বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় প্রয়াত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড অর্থদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.