× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যথাসময়েই হবে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইজতেমা মাঠের নিষেধাজ্ঞা দ্রুতই প্রত্যাহার করা হবে এবং যথাসময়ে ইজতেমা অনুষ্ঠত হবে। সেইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, ইজতেমা ময়দানে সহিংসতাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

আজ (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মুন্সীগঞ্জ সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমার মাঠ দখল নিয়ে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। সাদ ও জুবায়ের দ'পক্ষই আমাদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ছিল। অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না। জড়িত সবাইকে কঠোর হস্তে দমন করা হবে।

এদিন উপদেষ্টা আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। ১৮৫ জনের মতো কাজে যোগ দেয়নি, এ সংখ্যা নগণ্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এ ছাড়া অন্যান্য সশস্ত্র বাহিনী রয়েছে, এ ছাড়া র‍্যাব, বিজিবি রয়ে গেছে। নির্বাচনসহ যে কোনো অবস্থা মোকাবিলা করতে কোনো অসুবিধা হবে না।

এই সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সহ আরও অনেকে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.