অন্তর্বতীকালীন
সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ আজ (২০ ডিসেম্বর) বিকেলে
রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাতে তার প্রথম নামাজে জানাজা
বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধান
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নিয়েছেন।
প্রধান উপদেষ্টার
প্রেস উইং থেকে জানানো হয়েছে, ডি-৮ সামিটে যোগদান শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
ইউনূস কায়রো থেকে ১০ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে ঢাকায় ফিরে আসেন। বিমানবন্দরে নেমেই
তিনি হাসান আরিফের মৃত্যুর খবর পান। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে বিমানবন্দর
থেকে সরাসরি হাসপাতালে ছুটে যান।
এরপর হাসান
আরিফের জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা।
প্রেস
উইং থেকে আরও জানানো হয়েছে, হাসান আরিফের দ্বিতীয় জানাজা আগামীকাল (২১ ডিসেম্বর) সকাল
১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে।
বর্তমানে
বিদেশে অবস্থানরত হাসান আরিফের মেয়ে আগামী ২২ ডিসেম্বর দেশে
ফেরার পর হাসান আরিফের
দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।